ভূগোলের 10টি প্রশ্ন ও উত্তর
ভূগোলের 10টি প্রশ্ন ও উত্তর
► রাঢ় শব্দের অর্থ কি ?
উঃ পাথুরে জমি
► তুন্দ্রা কথার অর্থ কি ?
উঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল
► ডুয়ার্স বলতে কি বোঝায় ?
উঃ দ্বার বা দুয়ার
► মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?
উঃ মৃতের দেশ
► ক্ষুদ্র দেশ - কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?
উঃ মাইক্রোনেশিয়া
► রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ অলকানন্দা ও মন্দাকিনী
► দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ অলকানন্দা ও ভাগীরথী
► সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ সোমনদী ও মন্দাকিনী
► পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?
উঃ বহু দ্বীপের দেশ
► বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?
উঃ সাভানা