সাম্প্রতিক ঘটনাবলি

1. 5 বছরের নিচের শিশুদের জন্য চালু আধার কার্ডের রং কি?- নীল
2. ‎নাডা প্রথম কোন ভারতীয় খেলোয়াড়কে ড্রাগ নেওয়ার জন্য ব্যান করলো?- জিতিন পল
3. ‎আসাম সরকার সম্প্রতি 22 শে সেপ্টেম্বর কি দিবস হিসেবে পালোন করবে বলে ঘোষণা করল?- রাইনো ডে
4. ‎44 তম খাজুরাহ নৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হলো?- মধ্যপ্রদেশ
5. ‎সম্প্রতি মারা গেলেন ছত্তিশগড়এর স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যামবাসাডার তার নাম কি?- কুনওয়ার বাঈ
6. ‎'আদি মহোৎসব' উৎসবটি কোথায় হয়?- গুয়াহাটি, আসাম
7. ‎ভারতে কতগুলি ক্লাসিক্যাল নৃত্য আছে?- 8(আট) টি
8. ‎সম্প্রতি মারা গেলেন সুরেশ শেঠ। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন?- রাজনীতি
9. ‎গান্ধী মন্দির ইন্ডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত?- গুয়াহাটি
10. ‎পেইটিএম এর প্রতিষ্ঠাতার নাম কি?- বিজয় শেখর শর্মা